| 
||||||||||||||||||||||||||||

নববর্ষে পানি ছিটানো এবং পানি নিয়ে মানুষের একে অপরের প্রতি সম্ভাষণ ও সৌভাগ্যের শুভেচ্ছা জানানো 'তাই' জাতির লোকজনের নববর্ষের অন্যতম উদযাপনী তত্পরতা । এতে নতুন বছরে কৃষিতে গ্রামবাসীদের প্রচুর ফলন পাওয়ার আশা-আকাংক্ষাও প্রকাশ পেয়েছে ।

এ বছর ইউনান প্রদেশে দারুণ খরা দেখা দিয়েছে । এ পরিপ্রেক্ষিতে যে পানি ছিটানো উত্সবের উদযাপনী তত্পরতার আয়োজন করা হয়েছে , তাতে খরা দূরীকরণে জনগণের দৃঢ়সংকল্পও তুলে ধরা হয়েছে । (থান ইয়াও খাং)


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040  |