| 
||||||||||||||||||||||||||||


পানি ছিটানো উত্সবের ছুটি হচ্ছে থাই জাতি , আ ছাং জাতি , তে আং জাতি , পু লাং জাতি ও ওয়া জাতিসহ বিভিন্ন জাতির সবচেয়ে আড়ম্বরপূর্ণ উত্সব । এ উত্সব এ প্রদেশের বিভিন্ন সংখ্যালঘু জাতির নিত্য দিনের জীবনের ওপরও গভীর প্রভাব ফেলেছে । পানি ছিটানো উত্সবও 'তাই' জাতির নববর্ষ । এ উত্সব প্রতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ৩ থেকে ৭ দিন স্থায়ী হয় । চলতি বছরের ১৫ এপ্রিল ছিল তাই জাতির নববর্ষ ।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040  |