Web bengali.cri.cn   
লন্ডন অলিম্পিকে চীনা প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত পার্টি ও রাষ্ট্রীয় নেতৃবৃন্দের
  2012-08-18 19:02:54  cri

আগস্ট ১৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হু চিন থাও শুক্রবার পেইচিংয়ে ৩০তম অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী চীনের ক্রীড়া প্রতিনিধিদলের সকল সদস্যের সঙ্গে সাক্ষাত্ করেন।

তিনি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে প্রতিনিধিদলের সফল প্রত্যাবর্তনকে স্বাগত জানান এবং সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি তাদেরকে ভালো করে অভিজ্ঞতার সারসংকলন করা এবং অব্যাহতভাবে অদম্য পরিশ্রম করার জন্য উত্সাহ দেন। তিনি আশা করেন, তাঁরা চীনের ক্রীড়া ব্রতের বৈজ্ঞানিক উন্নয়ন এগিয়ে নেওয়া এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অবস্থান শক্তিশালী করার জন্য আরো বেশি অবদান রাখবেন।

উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, লি ছাংছুন, সি চিন পিং, লি খেং ছিয়াং, হো কুও ছিয়াং ও চৌ ইয়ো খাংসহ চীনের কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রীয় নেতৃবৃন্দ এ সাক্ষাত্কালে উপস্থিত ছিলেন।

ব্রিটেনের লন্ডনে অনুষ্ঠিত ৩০তম অলিম্পিক গেমসে চীনের ক্রীড়া প্রতিনিধিদল চমত্কার নৈপুণ্য দেখিয়ে ৩৮টি স্বর্ণপদক, ২৭টি রৌপ্যপদক এবং ২৩টি ব্রঞ্জপদক অর্জন করেছে। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040