|
জুলাই ২৭: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও এবং রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের অনুরোধে চীন সরকারের প্রতিনিধি, রাষ্ট্রীয় কাউন্সিলার দাই বিন কুও বৃহস্পতিবার লন্ডনের অলিম্পিক ভিলেজে ৩০তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী চীনের ক্রিড়া প্রতিনিধি দলকে দেখতে গিয়েছেন।
দাই বিন কুও পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে চীনের প্রতিনিধি দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মীদের প্রতি আন্তরিক সহানুভূতি ও শুভ কামনা জানিয়েছেন। তিনি আশা করেন, সবাই 'আরো দ্রুত, আরো উঁচু, আরো শক্তিশালী' এ অলিম্পিক চেতনা অনুসরণ করে কঠোর সংগ্রাম করবেন, শ্রেষ্ঠ ফলাফল অর্জন করবেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।
দাই বিন কুও বলেন, 'লন্ডন অলিম্পিক গেমস হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের পর অনুষ্ঠিত প্রথম অলিম্পিক গেমস। আন্তর্জাতিক অলিম্পিক পরিবারের সদস্য আর গেল অলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হিসেবে চীন সক্রিয়ভাবে অংশ নেবে এবং যথাসাধ্য সমর্থন করবে। এবার চীন ৬২১জন নিয়ে গঠিত ক্রিড়া প্রতিনিধি দল পাঠিয়েছে। আপনারা খেলোয়াড় এবং চীনা জনগণের মৈত্রীর দূত। আশা করি, আপনারা চীনা জনগণের আত্মবিশ্বাস, উদারতা ও ইতিবাচক ভাবমুর্তি প্রদর্শন করবেন'। (ইয়ু/শান্তা)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |