v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পরিবেশ সংরক্ষণের মাধ্যমে জনসাধারণের কল্যাণের প্রচেষ্টা
2009-07-06 16:58:01

চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের সংগে তিব্বতের কৃষি ও পশুপালনের কাঠামোগত পুনর্বিন্যাসের সমন্বয়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

তিব্বতের লিন চি এলাকা হচ্ছে তিব্বতের একটি প্রধান বনাঞ্চল এবং চীনের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল । অতীতে লিন চি এলাকার কিছু সংখ্যক কৃষক ও পশুপালক গাছ কেটে কেটে জীবনযাপন করতেন । গত কয়েক বছরে তিব্বতের সংশ্লিষ্ট বিভাগ লিন চি এলাকার কৃষির কাঠামোর পুনর্বিন্যাস করেছে । তারা কৃষকদেরকে প্রাকৃতিক কৃষি ও বনজ পণ্য উন্নয়নের জন্যে উত্সাহ দেন ।

২০০৮ সালে লিন চি এলাকা আনুষ্ঠানিকভাবে প্রাকৃতিক এলাকা প্রতষ্ঠার পরিকল্পনা উত্থাপন করে । এ পরিকল্পনা অনুসারে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও নির্মাণের মাধ্যমে প্রাকৃতিক কৃষি ও পশুপালন , প্রাকৃতিক পর্যটন উন্নয়ন করা হবে , যাতে তিব্বতের অর্থনীতির উন্নতি করা যায় ।

লিন চি এলাকার তাচি মহকুমার কৃষক নিমাছিরেন গত বছর কেবল বনজ পণ্য বিক্রি করে ২০ হাজার ইউয়ান উপার্জন করেছেন । তিনি বলেন , অতীতে আমরা নির্বিচারে অনেক গাছ কেটেও আমাদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না । কিন্তু এখন প্রতি বছর আমার পরিবারের স্থিতিশীল আয় রয়েছে । আমাদের অর্থনৈতিক অবস্থা দিনের পর দিন ভালো হচ্ছে ।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ব্যুরোর মহাপরিচালক চাং ইয়ুং চে জানিয়েছেন , অতীতে চার সদস্যের একটি পরিবারের জন্যে এক বছর রান্না ও ঘর গরম রাখার জন্যে ৬ থেকে ৭ কিউবিক মিটার কাঠ লাগতো ।

২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ের মধ্যে চীন সরকার ৫৪ লাখ ৩০ হাজার ইউয়ান বরাদ্দ করে সমগ্র অঞ্চলের ১৩টি জেলায় সৌর শক্তিচালিত চুলো ও ছোট আকারের বায়ুচালিত বিদ্যুত উত্পাদন কেন্দ্রসহ কিছু গ্রামীণ প্রকল্প চালু করেছে । পাশাপাশি সমগ্র অঞ্চলে গ্রামীণ বিদ্যুত উত্পাদন যন্ত্রপাতির বাহন ক্ষমতা ১ লাখ ৬৫ হাজার কিলোওয়াটে দাঁড়িয়েছে । তিব্বতের যেসব বনাঞ্চলে ক্ষুদ্র জল বিদ্যুত সরবরাহ করা হয় , সেসব বনাঞ্চলে প্রতি বছর ১১ লাখ কাঠ বাঁচানো হওয়া সম্ভব হয়েছে ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China