v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
একজন কৃতদাসের ছেলের জীবন
2009-06-29 20:14:21

গাওয়াং নিজে একজন কৃতদাসের ছেলে থেকে একজন নেতৃস্থানীয় কর্মীতে পরিণত হয়েছেন বলে গরীব ছাত্রছাত্রীদের ওপর বিশেষ গুরুত্ব দেন । তার কলেজের ৯০ শতাংশ ছাত্রছাত্রী কৃষি ও পশুপালন এলাকাগুলো থেকে এসেছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয় ।

এ বাস্তব অবস্থার কথা বিবেচনা করে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের সংগে মিলে সমাজের বিভিন্ন মহল থেকে ৯ লাখ ইউয়ান চাঁদা তুলে সহায়তা তহবিল গঠন করেন । যাতে দরিদ্র ছাত্রছাত্রীরা সচ্ছন্দভাবে তাদের লেখাপড়া শেষ করতে পারে । পাশাপাশি তিনি নিজের অর্থ দিয়ে ৮জন ছাত্রছাত্রীর আংশিক জীবনযাপনের খরচ ও চিকিত্সা খরচ বহন করেন ।

২০০৮ সালে গাওয়াং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্য ও শিক্ষা , বিজ্ঞান , সংস্কৃতি ও স্বাস্থ্যপক্ষা বিষয়ক কমিটির উপপরিচালকের পদে নিযুক্ত হন । নতুন পরিবেশ , নতুন কর্মস্থল ও নতুন দাবির মুখে তিনি কাজ করার সংগে সংগে লেখাপড়া ও চিন্তাভাবনা করে নিষ্ঠার সংগে তার ওপর সংবিধানের বর্তানো দায়িত্ব পালন করেন । তিনি সক্রিয়ভাবে আইন প্রণয়ন , তত্ত্বাবধান এবং তদন্ত ও পর্যালোচনার কাজ করেন এবং মনোযোগের সংগে নিজের মতামত ও প্রস্তাব উত্থাপন করেন ।

গত ত্রিশ বছর ধরে গাওয়াং সবসময় অবসর সময় জনসাধারণের জন্যে চিকিত্সা সুবিধা দিয়ে আসছেন। দিনের বেলা হোক , গভীর রাত হোক , বৃষ্টি হোক আর ঝড় তুফান হোক , জনসাধাণের দরকার পড়লে তিনি সর্বদাই তাদের কাছে যান । চীনা গণ মুক্তি ফৌজ থেকে অবসর নেয়ার পর আট বছরের মধ্যে তিনি এক হাজারেরও বেশি জনতার জন্যে চিকিত্সা করেছেন ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China