v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
একজন কৃতদাসের ছেলের জীবন
2009-06-29 20:14:21

জাতীয় আদর্শ অবসরপ্রাপ্ত চীনা গণ মুক্তি ফৌজের কর্মী গাওয়াং একজন কৃতদাসের ছেলে থেকে চীনা গণ মুক্তি ফৌজের একজন সৈনিকে পরিণত হয়েছেন , সেনাবাহিনীর একজন চিকিত্সক থেকে সামরিক এলকার একজন সহকারী কমিশারে পরিণত হয়েছেন এবং একটি তিব্বতী পদ্ধতির হাসপাতালের উপপরিচালক থেকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্যে পরিণত হয়েছেন । গাওয়াং তার নিজের জীবনে বিস্ময় সৃষ্টির পাশাপাশি স্বচ্ছল , নিরাপদ ও সম্প্রীতিময় তিব্বত গড়ে তোলার ক্ষেত্রেও নিজের যথাযোগ্য অবদান রেখেছেন ।

১৯৫৩ সালের নভেম্বর মাসে গাওয়াং পুরনো তিব্বতের না ছুই এলাকার একজন কৃতদাসের পরিবারে জন্মগ্রহণ করেন । ১৮ বছর বয়সে তিনি চীনা গণ মুক্তি ফৌজের একজন সৈনিক হন । তারপর থেকে তিনি ৩১ বছর ধরে সেনাবাহিনীতে কাজ করেন । তিনি পর পর তিব্বতের না ছুই সামরিক এলাকার চিকিত্সালয় , তিব্বত সামরিক এলাকার চিকিত্সা প্রশিক্ষণ ব্রিগেডে চিকিত্সক , বিভাগীয় পরিচালক ,

রাজনৈতিক বিভাগের উপপরিচালক ও সহকারী কমিশার পদে নিযুক্ত হন । তিনি যথাক্রমে প্রথম শ্রেণীর পুরস্কার , দ্বিতীয় শ্রেণীর পুরস্কার এবং চারবার তৃতীয় শ্রেণীর পুরস্কার লাভ করেছেন ।

২০০২ সালে তিনি চীনা গণ মুক্তি ফৌজ থেকে অবসর নেয়ার পর গাওয়াং তিব্বতের তিব্বতী পদ্ধতির মেডিক্যাল কলেজের উপপরিচালক পদে নিযুক্ত হন । তিনি তার কাজকর্মে চীনা গণ মুক্তি ফৌজের উত্কৃষ্ট ঐতিহ্যকে প্রসারিত করে নিষ্ঠার সংগে শিক্ষাগত পরিচালনা করে ৬ বছরের মধ্যে উচ্চ পর্যায়ের তিব্বতী পদ্ধতির চিকিত্সা ও ওষুধ সংক্রান্ত কর্মীদের গড়ে তোলার জন্যে এবং তিব্বতের কৃষি ও পশু পালন এলাকাগুলোর চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার কাজের উন্নতির জন্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন ।

গাওয়াং মেডিক্যাল কলেজের পার্টি গঠনের কাজ ও ছাত্রছাত্রীদের মতাদর্শগত ও রাজনৈতিক কাজের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দেখেন । তিনি ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে দেশপ্রেমিক শিক্ষা চালান । ফলে তার কলেজের ছাত্রছাত্রীদের মাতৃভূমির একীকরণ সংরক্ষণ , বিভেদের বিরোধিতা এবং জাতীয় সংহতি সুসংবদ্ধকরণ সম্পর্কে সচেতনতা আরো জোরদার হয়েছে ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China