অধিকাংশ তিব্বতী পরিবারে অতিথি এলে তাদের মদের বদলে চা খাওয়ানো হয় ।তবে নববর্ষ ও বড় বড় উত্সব পালনের সময় অথবা বিয়ের অনুষ্ঠানে অতিথি এলে তাকে মদ খাওয়াতে হয় ।পরিবারের কর্তা প্রথমে মদ-ভরা–বাটি অতিথির সামনে তুলে ধরেন। তিব্বত জাতির রীতি অনুযায়ী অতিথি পরিবারের কর্তার হাত থেকে মদ-ভরা–বাটি তুলে নিয়ে মাত্র তিন চুমুকে খেতে পারে । নি:শেষে খেলে চলবে না ।
পরিবারের কর্তা তার বাটি আবার পূর্ণ করলে তখন একচুমুকে সমস্ত মদ শেষ করতে পারা যায় । এর পর যার আরো মদ পানের সামর্থ্য থাকে সে পান করতে থাকবে । যার নেই সে মদপান থেকে বিরত থাকে । পরিবারের কর্তা আর জোর করে তাকে খাওয়ায় না । অতিথি কদাচিত মাতাল হয়ে গেলে পরিবারের কর্তা কখনো তাকে পরিহাস করে না । বরং মনে করে তার মাতাল হয়ে যাওয়াটা তাদের গভীর বন্ধুত্বের পরিচায়ক ।
তিব্বতীরা পেয়ালা,বাটি ও পট ব্যবহার করে মদ পান করে। তিব্বতের রেন ইয়ু জেলায় সবুজ জেড পাথর দিয়ে যে মদের স্বচ্ছ পেয়ালা,বাটি ও পট তৈরী করা হয় সেগুলো রোদে ঝকমক করে । জিয়াংসি প্রদেশের জিনতে শহরে মঙ্গলসুচক আটটা শব্দ ও ছ'টা অক্ষরের মন্ত্র লেখা মদের বাটি তৈরী হয় তাও তিব্বতীদের প্রিয় জিনিস । 1 2 |