v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বায়ু পরিবর্তন মোকাবিলায় তিব্বতের নেয়া ব্যবস্থা কার্যকর ও ইতিবাচক
2009-06-01 21:05:14

জানা গেছে , বর্তমানে তিব্বতে ৪৮টি ভূ স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র , ৪টি নতুন প্রজন্মের আবহাওয়া রেডার কেন্দ্র ও ৭টি আবহাওয়া আকাশ অনুসন্ধান কেন্দ্র নিয়ে একটি অপেক্ষাকৃত আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে উঠেছে । পাশাপাশি বজ্র পর্যবেক্ষণ নেটওয়ার্ক , বায়ুমন্ডলের জলীয় বাষ্প পর্যবেক্ষণ নেটওয়ার্ক , কৃষি ও পশুপালন ক্ষেত্রে আবহাওয়া পর্যবেক্ষণ এবং জমির আর্দ্রতা পর্যবেক্ষণ নেটওয়ার্কও স্থাপন করা হয়েছে । তিব্বতের আবহাওয়া পরিবর্তনের ওপর দিনে ২৪ ঘন্টার সর্বকালীন পর্যবেক্ষণের কল্যাণে তিব্বতের আবহাওয়া বিভাগের বিভিন্ন ধরণের দুর্যোগমূলক আবহাওয়া ও তার সৃষ্ট অতিরিক্ত বিপর্যয় সম্পর্কে পুর্বাভাস দেয়া ও জরুরীভিত্তিক পরিসেবার সামর্থ্য বেড়েছে ।

চীনের আবহাওয়া ব্যুরোর মহাপরিচালক চেং কোও কুয়াং বলেন , তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বায়ু পরিবর্তন মোকাবিলার কাজ বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন । এ চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে বিপর্যয় প্রতিরোধ ও প্রশমনের সামর্থ্য বাড়ানো , প্রাকৃতিক ব্যবস্থা সংরক্ষণ , জল সম্পদ সংরক্ষণ এবং আন্তর্জাতিকি নদনদীর জল সম্পদ পরিচালনা । ভবিষ্যতে বায়ুমন্ডলের টানা উষ্ণায়নের প্রেক্ষাপটে কিভাবে আবহাওয়াজনিত বিপর্যয় পর্যবেক্ষণ ও পুর্বাভাস দেয়ার ক্ষমতা বাড়ানো যায় , কিভাবে আবহাওয়াজনিত বিপর্যয় সম্পর্কে পু্র্বাভাস দেয়া ও পরিসেবামূলক ব্যবস্থা সুসংহত করা যায় এবং কিভাবে আবহাওয়াজনিত বিপর্যয় প্রতিরোধ সংক্রান্ত অবকাঠামোর নির্মাণ কাজ জোরদার করা যায় । এসব সমস্যা এখন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্যে জরুরী হয়ে পড়েছে ।

চেং কোও কুয়াং বলেছেন , ভবিষ্যতে সারা পৃথিবীতে বৈশিক উষ্ণায়নের প্রবণতা অব্যাহত থাকবে । তিব্বতও অনুরূপ সমস্যার সম্মুখীন হবে । তিব্বতের জন্যে ভবিষ্যতে বিবেচনা করতে হবে যে , কেমন করে এ রকম পরিবর্তনের সংগে সংগতি রাখতে হবে এবং আমাদের উত্পাদন ও জীবনযাত্রা কেমন করে এ রকম পরিবর্তনের সংগে খাপ খাওয়াতে হবে ।

চেং কোও কুয়াং প্রস্তাব করেছেন যে , অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের সময় বায়ু পরিবর্তনের সমস্যার কথা বিবেচনা করতে হবে , বায়ু পরিবর্তন মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ আবহাওয়াজনিত বিপর্যয় প্রতিরোধের পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং জল বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ আরো দ্রুতর করতে হবে ।


1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China