চীনের আবহাওয়া ব্যুরোর মহাপরিচালক চেং কোও কুয়াং বলেছেন , সারা পৃথিবীতে বায়ুমন্ডলে উষ্ণায়নের ব্যাপক পটভূমিকায় তিব্বতেও বায়ুমন্ডলে উষ্ণায়ন স্পষ্ট হয়ে উঠেছে । এ উষ্ণায়নের গতি সারা দেশের গড় মানের চেয়েও বেশি । গত কয়েক বছরে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল বায়ু পরিবর্তন মোকাবিলার কাজকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে বায়ু পরিবর্তন মোকাবিলার সামর্থ্য বাড়ানোর জন্যে ইতিবাচক ও বলিষ্ঠ ব্যবস্থা নিয়েছে । এতে প্রাথমিক সাফল্য পাওয়া গেছে ।
গত ৫ মে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় আয়োজিত বায়ু পরিবর্তন মোকাবিলায় তিব্বতের নেয়া ব্যবস্থা সংক্রান্ত এক আলোচনা সভায় চেং কোও কুয়াং এ কথা বলেছেন । তিব্বতের ওপর বৈশিক উষ্ণায়নের নেতিবাচক প্রভাব তীব্র আকার ধারণের সংগে সংগে তিব্বতের বিভিন্ন বিভাগ এ সমস্যার ওপর আরো গুরুত্ব দিচ্ছে ।
চেং কোও কুয়াং বলেন , গত কয়েক বছরে তিব্বতে সৌর শক্তি ও বায়ো গ্যাসসহ দুষণমুক্ত জ্বালানি উন্নয়নের গতি দ্রুততর হয়েছে । তিব্বতে ইতোমধ্যে সৌর শক্তি , ভূগর্ভস্থ তাপ শক্তি , বায়ু শক্তি ও ক্ষুদ্র আকারের জলসেচসহ নতুন ধরণের জ্বালানির কাঠামো গড়ে উঠেছে । তিব্বত পর পর "তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ নির্মাণ পরিকল্পনা"সহ ধারাবাহিক প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও নির্মাণ পরিকল্পনা হাতে নিয়েছে । ফলে তিব্বতের বনের আবৃতির হার বেড়েই চলেছে এবং কার্যকরভাবে প্রাকৃতিক ব্যবস্থার কারবন স্থিরীকৃত হওয়ার পরিমাণ বাড়ানো হয়েছে ।
1 2 |