যাতে গরীব জনসাধারণও চিকিত্সার সুযোগ পেতে পারে , সেজন্যে এ হাসপাতাল বিশেষভাবে তাদের জন্যে সবুজ চ্যানেল খুলেছে । যেসব কৃষক ও পশুপালকের অর্থনৈতিক অবস্থা ভালো নয় , তাদের হাসপাতালে ভর্তির খরচ ১০ শতাংশ মওকুফ করা যায় ।
যেসব বৃদ্ধবৃদ্ধাদের কোনো সন্তান-সন্ততী নেই বা যেসব ছেলেমেয়েদের বাবামা নেই , তাদের বিশেষ কার্ড দিয়ে তাদের সমস্ত চিকিত্সা খরচ মওকুফ করা যায় । গত ৫ বছরে এ হাসপাতাল এ রকম ১১০টি সবুজ কার্ড প্রদান করে গরীর জনসাধারণের জন্যে চিকিত্সা বাবদ ১২ লাখেরও বেশি ইউয়ান মওকুফ করেছে ।
এ হাসপাতালের রাজনৈতিক কমিশার উ তেং ইয়ুন বলেছেন , আমরা সবসময় রুগীদের দু:খবেদনাকে আমাদের নিজেদের দু:খবেদনা বলে মনে করি এবং জনসাধারণের অসুবিধাকে আমাদের নিজেদের অসুবিধা বলে মনে করি । এটি হচ্ছে সশস্ত্র পুলিশ বাহিনীর তিব্বতী টীমের হাসপাতালের জনসেবার একটি ধারণা ।
গত বহু বছর ধরে এ হাসপাতাল পর পর ৬ শ'রও বেশি ভ্রাম্যমান চিকিত্সা দল পাঠিয়েছে । তারা ৬ শ'রও বেশি ৫ হাজার মিটার উঁচু পাহাড় ডিংগিয়ে তিব্বতের বিভিন্ন স্থানের ৯৪০টিরও বেশি গ্রামে গিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে ৩ লাখেরও বেশি লোকের চিকিত্সা করেছেন , ২ হাজার ৪৩০জন গুরুতর রুগীকে বাঁচিয়ে তুলেছেন এবং জনসাধারণের মধ্যে বিনা পয়সায় ২৪ লাখ ইউয়ান মূল্যের ওষুধ বিতরণ করেছেন ।
পাঁচ বছর আগে এ হাসপাতালের চিকিত্সা দল তিব্বতের নিমু জেলায় ভ্রাম্যমান চিকিত্সার সময় দেখতে পেল , এ জেলার চিকিত্সা অবস্থা অত্যন্ত অনুন্নত ছিল । পরে এ হাসপাতাল এ জেলার হাসপাতালকে ২ লাখ মূল্যের চিকিত্সা সরঞ্জাম ও ওষুধপত্র প্রদান করে । পাশাপাশি এ হাসপাতাল এ জেলার চিকিত্সা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করে ।
গত কয়েক দশকে আধুনিক চিকিত্সা প্রযুক্তিকে তিব্বতের জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্যে এ হাসপাতল পর পর তিব্বতের বিভিন্ন স্থানের হাসপাতালকে ৪০ লাখ ইউয়ান মূল্যের চিকিত্সা সরঞ্জাম প্রদান করেছে ।
1 2 |