v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতের প্রথম সাংস্কৃতিক শিল্প প্রদর্শনমূলক কেন্দ্র
2009-05-25 17:08:21

 

তিব্বতী পোষাক পরিহিত চিং কা একটি অসমাপ্ত থাং কার সামনে তার কলম আন্দোলিত করছিলেন । তিনি প্রায় রোজ সারা দিন ধরে এ কাজ করে থাকেন । তিনি ত্রিশ বছর ধরে থাং কা এঁকে আসছেন । তার কাছে এক বছরের বেশি সময় ধরে একটি থাং কা শেষ করা বিরল কিছু নয় ।

তিনি বলেন , এ থাং কাটি ১.২৫ মিটার লম্বা এবং ১ মিটার চড়া । থাং কাটিতে প্রায় এক শ' বৌদ্ধমুর্তি আঁকা রয়েছে । তিনি প্রায় এক বছর ধরে এটি এঁকেছেন । কাজটি প্রায় শেষ । ক্ষুদ্রতম বৌদ্ধমুর্তির আকার মানুষের আংগুরের মত । কাজেই একটি একটি খুব সূক্ষ্ম কাজ । সুচারুভাবে আঁকা এ থাং কার আনুমানিক দাম হবে ১ লাখ ইউয়ানেরও বেশি ।

তিং কা হচ্ছেন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের লামলাচো থাং কা শিল্প কেন্দ্রের একজন অভিজ্ঞ চিত্রকর । এ কেন্দ্র লাসা কাং তি অর্থনৈতিক ও বাণিজ্যিক কোম্পানির অধীনে থাকে । কাং তি কোম্পানি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় । এ কোম্পানির কাজ হচ্ছে জাতীয় হস্তশিল্পজাত পণ্য , ধর্মীয় , সাংস্কৃতিক ও পর্যটন পণ্য উত্পাদন করা , সাংস্কৃতিক ও পর্যটন পরিসেবা প্রদান করা লোক শিল্পের প্রকৌশল প্রশিক্ষণ দেয়া এবং রেস্তোঁরা , বিনোদন ও নাচ গানের পরিবেশনা করা । ২০০৮ সালের অক্টোবর মাসে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় তিব্বতের তু্ইলুংতেছিং জেলার নাই ছুং মহকুমায় অবস্থিত এ কোম্পানিকে জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক শিল্প প্রদর্শনমূলক কেন্দ্র হিসেবে নির্বাচন করেছে ।

তিব্বতের তিব্বতী ধুপ ও থাং কা হচ্ছে বাজারে সর্বস্বীকৃত তিব্বতের সাংস্কৃতিক পণ্য । কাং তি কোম্পানির প্রতিষ্ঠাতা তোওচিতুনচু বলেন , আমাদের কোম্পনির বৈশিষ্ট্য হচ্ছে তিব্বতী ধুপ ও থাং কা তৈরির গোটা প্রক্রিয়া মানুষের সামনে তুলে ধরা । এ দুটি জিনিস সম্পূর্ণ হাত দিয়ে তৈরি হয়ে থাকে ।

তিব্বতী ধুপের উত্পত্তিস্থান হচ্ছে তিব্বতের নি মু জেলার থুন পোও মহকুমা । গাং তি কোম্পানির অধীনস্থ থুন পোও তিব্বতী ধুপ কোম্পানিতে তিব্বতী ধুপ উত্পাদন করতে কোনো ধরণের যন্ত্রপাতি লাগে না এবং উত্পাদনের গোটা প্রক্রিয়ায় কোনো ধরণের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না । শ্রমিকরা সনাতন গন্ডকের শিং দিয়ে তিব্বতী ধুপ তৈরি করে থাকে । সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে ধুপ তৈরির কাজ শেষ হয় ।

1 2
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China