৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ছিল । সে দিন সদ্য সমাপ্ত চীনের একাদশ জাতীয় গণ কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের বিরতি ছিল । দুপুরের একটু পরে তিব্বতী প্রতিনিধিদলসহ বেশ কয়েকটি প্রতিনিধিদল পেইচিংয়ের জাতীয় সাংস্কৃতিক ভবনে গিয়ে তিব্বতের গণতান্ত্রিক সংস্কারের ৫০ বছর নামের একটি প্রদর্শনী পরিদর্শন করেছে । এ প্রদর্শনীতে ৫ শতাধিক ছবি , ১৮০টিরও বেশি বস্তু ও বহু প্রথমবারের প্রকাশিত দলিলপত্রের মাধ্যমে একটি সত্যিকার তিব্বতকে সকলের সামনে তুলে ধরা হয়েছে ।
পরিদর্শনকারীদের মধ্যে সংখ্যালঘুজাতির রংবেরংয়ের পোষাক পরিহিত একজন নারী প্রতিনিধি আমাদের সংবাদদাতার দৃষ্টি আকর্ষণ করেছে । তার বয়স ত্রিশের কাছাকাছি । মুখ তার সবসময় লাল ছিল । মুখে কথা বেশি ছিল না । তবে তিনি মনোযোগ দিয়ে প্রদর্শনীটির ছবি ও বস্তু দেখছিলেন ।
1 2 3 |