v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতের তিব্বতী চিকিত্সা ও ওষুধ শিল্পের দ্রুত বিকাশ
2009-03-04 15:23:14

    তুষারাচ্ছন্ন অঞ্চলের একটি অদ্ভূত পুষ্প বলে পরিচিত চীনের তিব্বতের চিকিত্সা ও ওষুধের ২ হাজার ৩ শতাধিক বছরের ইতিহাস রয়েছে । উন্নয়নের সুদীর্ঘ ইতিহাসে দীর্ঘকালীন রোগ , প্রায় ঘটিত রোগ ও দূরারোগ্য রোগ নিরাময়ের ক্ষেত্রে তিব্বতী চিকিত্সা ও ওষুধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । ১৯৭৮ সালের সংস্কার ও উন্মুক্তকরণের পর তিব্বতের তিব্বতী চিকিত্সা ও ওষুধ শিল্প এক দ্রুম বিকাশের সময়পর্বে প্রবেশ করে । ফলে এ ঐতিহ্যবাহী জাতীয় চিকিত্সা ও ওষুধ শিল্প নতুন প্রাণশক্তি প্রাণচঞ্চল হয়ে উঠেছে ।

    বর্তমানে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের তিব্বতী চিকিত্সা পদ্ধতির হাসপাতালকে কেন্দ্র করে সারা স্বায়ত্তশাসিত অঞ্চলে তিব্বতী চিকিত্সা ও ওষুধের পরিসেবা ব্যবস্থা মোটামুটি গড়ে তোলা হয়েছে । তিব্বতী স্বায়ত্তশাসিত অঞ্চলের তিব্বতী চিকিত্সা পদ্ধতির হাসপাতাল এখন সারা দেশে একটি প্রথম শ্রেণীর বৃহত্তম হাসপাতালে পরিণত হয়েছে । এ হাসপাতালে চিকিত্সা , শিক্ষা দান , বৈজ্ঞানিক গবেষণা ও তিব্বতী ওষুধ তৈরির সমন্বয়ে একটি পূর্ণাংগ ব্যবস্থা চালু হয়েছে । এ হাসপাতালে বিছানা ব্যবহারের হার দীর্ঘদিন ধরে ৮০ শতাংশেরও বেশি বজায় রয়েছে । বছরে প্রায় ৩ লাখ রোগী এখানে এসে চিকিত্সা নেন এবং গড়ে ৪ হাজার রোগী এখানে ভর্তি হতে চলেছে ।

    একই সময় সংস্কার ও উন্মুক্তকরণের পর তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন এলাকায়ও বেশ কিছু তিব্বতী চিকিত্সা পদ্ধতির হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে । গত শতাব্দির আশির দশকের শেষ দিক থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত যথাক্রমে জেলা পর্যায়ের তিব্বতী চিকিত্সা পদ্ধিতির হাসপাতাল বা চিকিত্সালয় প্রতিষ্ঠিত হয় । ২০০৭ সাল নাগাদ তিব্বত অঞ্চলে মোট ১৮টি স্বাধীন বিব্বতী চিকিত্সা পদ্ধতির চিকিত্সা প্রতিষ্ঠান রয়েছে । সারা অঞ্চলের বিভাগ পর্যায়ের চিকিত্সা প্রতিষ্ঠানগুলোর রোগশয্যার সংখ্যা সাড়ে ৬ শ'তে দাঁড়িয়েছে । ১০টি জেলা পর্যায়ের তিব্বতী চিকিত্সা পদ্ধতির হাসপাতাল ও ষাটেরও বেশি জেলা পর্যায়ের চিকিত্সালয়ের তিব্বতী চিকিত্সা ও ওষুধ কর্মীদের সংখ্যা ৫ শ' ৪৬জনে দাঁড়িয়েছে ।

    তিব্বতের তিব্বতী ওষুধ শিল্পও প্রাথমিক পর্যায়ের কর্মশালা থেকে আধুনিক কারকানায় বিকশিত হয়েছে ।

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China