নভেম্বর ২৬: মিশরের লোহিত সাগরের প্রাদেশিক সরকার গতকাল (সোমবার) এক বিবৃতিতে জানায়, সেদিন লোহিত সাগরে একটি ক্রুজ জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় চার মিশরীয় এবং ১২জন বিদেশি এখনও নিখোঁজ রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ক্রুজ জাহাজটিতে ১৩জন মিশরীয় এবং জার্মানি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, চীন, স্লোভাকিয়া, স্পেন ও আয়ারল্যান্ডসহ ১১টি দেশের ৩১জন যাত্রীসহ মোট ৪৪জন ছিল।
রেড সি গভর্নর আমর হানফি জানিয়েছেন, বর্তমানে মোট ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা সুস্থ রয়েছেন। উদ্ধার অভিযান এবং দুর্ঘটনার তদন্ত এখনও চলছে। তিনি বলেন, জাহাজটি মার্চ মাসে একটি সামুদ্রিক নিরাপত্তা চেক করা হয়েছিল এবং এক বছরের জন্য অনুমোদনপত্র পেয়েছিল। ক্রু সদস্য এবং পর্যটকদের কথা অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বিশাল ঢেউয়ের কারণে ক্রুজ জাহাজটি ডুবে গেছে।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)