নভেম্বর ২৫: মার্কিন সরকারের ঋণ দাঁড়িয়েছে ৩৬.০৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে, যা একটি নতুন রেকর্ড। বিশাল রাজস্ব ঘাটতি ফেডারেল সরকারের মোট ঋণ বৃদ্ধির প্রধান কারণ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের গতকাল (রোববার) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকারের ঋণ দ্রুত বেড়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ফেডারেল সরকারের ঋণ প্রথম ৩৩ ট্রিলিয়ন ডলার ছাড়ায়। আর চলতি বছরের জুলাই পর্যন্ত ঋণ ৩৪ থেকে ৩৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়।
মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিসের অনুমান অনুযায়ী, ২০২৭ সালে ফেডারেল সরকারের ঋণ মোট দেশজ উত্পাদন (জিডিপি)-র ১০৬ শতাংশের বেশি হতে পারে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)