মেকং নদীতে চীন-লাওস-মিয়ানমার-থাইল্যান্ড যৌথ টহল সমাপ্ত
2024-11-25 16:45:34

নভেম্বর ২৫: গত ২২ নভেম্বর বিকেল ৩টায়, মেকং নদীতে, চীন-লাওস-মিয়ানমার-থাইল্যান্ড ১৪৭তম যৌথ টহল আনুষ্ঠানিকভাবে শেষ হয়। চীনের ইয়ুননান প্রদেশের জননিরাপত্তা বিভাগের তথ্য কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুসারে চারটি দেশ এই মর্মে সম্মত হয়েছে যে, তারা মেকং নদীর অববাহিকায় মাদক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ বিশেষ অভিযান চালিয়ে যাবে। আর এর উদ্দেশ্য হচ্ছে, অববাহিকাসংশ্লিষ্ট বিভিন্ন দেশের জনগণের বৈধ স্বার্থ এবং জলপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর চীনের চিহা, লাওসের মেংমো, ও মিয়ানমারের ওয়ানবেং-এ একযোগে অভিযান শুরু করা হয়। চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের আইন প্রয়োগকারী বিভাগগুলো মোট পাঁচটি আইন প্রয়োগকারী নৌকা এবং আইন প্রয়োগকারী দলের শতাধিক সদস্যকে এ কাজে নিয়োগ করে।  (ওয়াং হাইমান/আলিম/ছাই)