নভেম্বর ২৫: চীনা সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, জাতীয় সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ব্যুরো, ও চেচিয়াং প্রদেশের গণ সরকারের যৌথ উদ্যোগে, দ্বিতীয় লিয়াংচু ফোরাম আজ (সোমবার) চেচিয়াং প্রদেশের হাংচৌয়ে শুরু হয়েছে।
এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হচ্ছে: যোগাযোগ ও পারস্পরিক শিক্ষা এবং মানবসভ্যতার নতুন রূপ। ৬০টির বেশি দেশ ও অঞ্চলের প্রত্নতত্ত্ববিদ, লেখক ও সঙ্গীতজ্ঞসহ ৩ শতাধিক দেশী-বিদেশী অতিথি এবারের ফোরামে অংশগ্রহণ করছেন।
ফোরামে ‘চীনের বিভিন্ন প্রাচীন রাজবংশের পেইন্টিং সিরিজ’ প্রদর্শিত এবং বিশেষ কনসার্ট আয়োজন করা হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)