মেক্সিকোয় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬
2024-11-25 18:03:33

নভেম্বর ২৫: মেক্সিকোর তাবাসকোর রাজধানি ভিলাহারমোসায় একটি বারে বন্দুকধারীদের গুলিতে ৬ ব্যক্তি নিহত ও অন্য ১০ জন আহত হয়েছেন। তাবাসকোর ডেপুটি প্রসিকিউটর গিলবার্তো মেলকিয়েডেস গতকাল (রোববার) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

   প্রাথমিক তদন্ত অনুসারে, সশস্ত্র লোকদের একটি দল বারে প্রবেশ করে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। তাবাসকোর স্টেট সিকিউরিটি এবং সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্টের কর্মীরা ঘটনার পর দ্রুত সেখানে পৌঁছায়। বর্তমানে পুলিশ ও প্রসিকিউটররা ঘটনার কারণ অনুসন্ধান করছে। আর, আহতদের চিকিত্সার জন্য একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে। (অনুপমা/ আলিম/ ছাই)