চীন-ইইউ সম্পর্কের উন্নয়নে পর্তুগালকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান
2024-11-25 18:57:15

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীন পর্তুগাল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি চীন-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্পর্কের উন্নয়নে পর্তুগালকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ আইন প্রণেতা চাও ল্য চি। শনিবার দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে এমন আহ্বান জানান তিনি।

ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দ্য সোসা, প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো এবং স্পিকার জোসে পেদ্রো আগুয়ার-ব্রাঙ্কোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মার্সেলো রেবেলো দ্য সোসার সঙ্গে সাক্ষাকালে চাও ল্য চি তাকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনার অধীনে চীন-পর্তুগালের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব গভীরতর হচ্ছে এবং দৃঢ় অগ্রগতি অর্জিত হয়েছে। এ সময় তিনি দুই দেশের মধ্যে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করেন।

তিনি এক-চীন নীতির প্রতি পর্তুগালের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছেন।

চাও আশা প্রকাশ করেন পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নে সক্রিয় ভূমিকা পালন করবে এবং চীন-ইইউ সম্পর্কের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

রেবেলো দ্য সোসা চীনের সঙ্গে পর্তুগালের ভাল সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বলে জানান।

চলতি বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী উল্লেখ করে পর্তুগিজ প্রেসিডেন্ট বলেন, পর্তুগাল চীনের সঙ্গে বাণিজ্য, নিউ এনার্জি, সামুদ্রিক অর্থনীতি এবং ডিজিটাল অর্থনীতির মতো ক্ষেত্রে উচ্চ পর্যায়ের বিনিময় বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি