নভেম্বর ২৫: চীনের জাতীয় শুল্ক সাধারণ ব্যুরো গতকাল (রোববার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের পয়লা ডিসেম্বর থেকে গোটা চীনে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল বিল চালু করা হবে।
ডিজিটাল বিল হল একটি নতুন ধরনের চালান। এই চালান ট্যাক্স ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যমে, ট্যাক্স সংগ্রহকারীদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তথ্য স্থানান্তর করবে। ডিজিটাল চালানের কাগজের চালানের মতোই আইনী প্রভাব থাকবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)