'সবুজ আপেল বাগান'
2024-11-25 18:27:09

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা,

আপনারা শুনছিলেন গানের ব্যান্ড লিট্টার টাইগারের ‘সবুজ আপেল বাগান’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানের আমি আপনাদেরকে ব্যান্ডটির সাথে পরিচয় করিয়ে দেবো। চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী উ ছি লং, সু ইয়ৌ ফেং ও ছেন চি ফেং নিয়ে ব্যান্ডটি গঠিত হয় ১৯৮৮ সালে। এটি গঠিত হবার পর দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তাঁদের প্রথম দু'টি অ্যালবাম প্রায় ১৫ লাখ কপি বিক্রি হয়। ১৯৯০ সালে তিন কন্ঠশিল্পী একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁদের কন্ঠে 'ভালোবাসা' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৯১ সালে রিলিজ হয়। তাঁদের গানগুলো ইতিবাচক ও আশাজাগানিয়া। আশা করি, বন্ধুরা তাঁদের গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, শুনছিলেন লিট্টার টাইগারের 'ভালোবাসা' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে 'আট চোখ' নামের একটি ব্যান্ডের গান শোনাবো।  এটি ১৯৯০ সালে  সং লু, গুও জি, ইয়াং ছিং ও ওয়েন চিয়ে—এই চার জন কন্ঠশিল্পী নিয়ে গঠিত হয়। আগে এর নাম ছিল কেন্দ্রীয় অর্কেস্ট্রা পুরুষ কন্ঠশিল্পী ব্যান্ড। এর গানগুলো প্রাণবন্ত। এর সদস্যরা অনেক দেশি-বিদেশি লোকসংগীত গেয়েছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁদের কন্ঠে 'উসুলি নদীতে জাহাজের সংগীত' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, শুনছিলেন 'আট চোখ' নামের ব্যান্ডের 'উসুলি নদীতে জাহাজের সংগীত' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী তাই ছুয়ান'র পরিচয় দেবো। তিনি ১৯৭৯ সালের ১৫ সেপ্টেম্বর আনহুই প্রদেশের উহু শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। ২০১৩ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর জনপ্রিয় হয়ে ওঠেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘উখং’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, শুনছিলেন কন্ঠশিল্পী তাই ছুয়ান’র 'উখং' শীর্ষক গান। ২০১৪ সালে তিনি নিজের প্রযোজনায় প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি সিসিটিভি'র সংগীত প্রতিযোগিতায় চতুর্থ স্থান লাভ করেন। ২০১৮ সালের মার্চ মাসে তিনি নিজের সংগীত স্টুডিও প্রতিষ্ঠা করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'নেজা' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন তাই ছুয়ানের কন্ঠে দু’টি গান। এখন আমি আপনাদেরকে আরেকটি চীনের তাইওয়ানের ব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দেবো। এর নাম 'পাওয়ার স্টেশন'। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর দু'জন সদস্য ইউ ছিউ স্যিং ও ইয়ান চি লিন হলেন স্থানীয় বিখ্যাত লোকসংগীত কন্ঠশিল্পী। দু'জন ছোটবেলা থেকে পরস্পরকে চিনতেন। তাঁরা সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর রেস্তোরাঁ ও পাবে গান গাইতে শুরু করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে দু'জনের কন্ঠে 'যখন' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)