কপ-২৯ সমাপ্ত: উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান চীনের
2024-11-25 17:37:28

নভেম্বর ২৫: গতকাল (রোববার), ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন’-এ স্বাক্ষরকারীদের ২৯তম সম্মেলন (কপ-২৯), আজারবাইজানের রাজধানী বাকুতে শেষ হয়।

সম্মেলনে জলবায়ু অর্থায়নের জন্য নতুন যৌথ পরিমাণগত লক্ষ্যমাত্রা এবং প্যারিস চুক্তির ষষ্ঠ ধারার বাস্তবায়নের বিশদ বিষয়ে ঐকমত্য হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ সম্পর্কে বলেন, সম্মেলনে যৌথভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলার অভিন্ন চেষ্টা ও ইচ্ছা প্রকাশিত হয়েছে।

মুখপাত্র আরও বলেন, সম্মেলনে জলবায়ু অর্থায়নের জন্য নতুন যৌথ পরিমাণগত লক্ষ্যে পৌঁছানো গেছে। উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ুসংক্রান্ত কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য, ২০৩৫ সালের মধ্যে প্রতি বছর কমপক্ষে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করা উন্নত দেশগুলোকে নিশ্চিত করতে হবে। চীন উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর অর্থ সমর্থনের প্রতিশ্রুতি পালন করার আহ্বান জানায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)