নভেম্বর ২৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, হংকংয়ে আন্তর্জাতিক আর্থিক খাতের দুটো মহাসম্মিলনী আয়োজিত হয়েছে সম্প্রতি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আর্থিক বাজারে হংকংয়ের অবস্থান, ব্যবসায়িক পরিবেশ, ও উন্নয়ন-সম্ভাবনায় আন্তর্জাতিক সমাজের আস্থা ফুটে ওঠে।
গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত, হংকংয়ে সফলভাবে আন্তর্জাতিক পুঁজিবিনিয়োগ শীর্ষসম্মেলন অনুষ্ঠিত। আর গত ২২ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত, আন্তর্জাতিক আর্থিক ফোরামের বৈশ্বিক বার্ষিক সম্মেলন প্রথমবারের মতো হংকংয়ে অনুষ্ঠিত হয়।
মুখপাত্র বলেন, বাস্তবতা থেকে প্রমাণিত যে, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ সুরক্ষা, দেশের দৃঢ় সমর্থন, ও বিভিন্ন মহলের যৌথ প্রচেষ্টার মাধ্যমে, হংকং দীর্ঘমেয়াদী সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে। এটি আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের ভূমিকা আরও ভালোভাবে পালন করে যাবে। হংকংয়ে বিনিয়োগ করতে সকল বৈশ্বিক শিল্পপ্রতিষ্ঠানকে স্বাগত জানায় বেইজিং। (ওয়াং হাইমান/আলিম/ছাই)