চলে গেলেন চীনের কবি ইয়ে চিয়াইং
2024-11-25 18:55:03

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চলে গেলেন চীনের ক্লাসিকাল কবিতার কবি ইয়ে চিয়াইং। রোববার চীনের উত্তরাঞ্চলীয় শহর থিয়েনচিনে স্থানীয় সময় বিকাল ৩টা ২৩ মিনিটে অসুস্থ থাকা অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। নানখাই বিশ্ববিদ্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়ে চিয়াইং নানকাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি চীন ও এর বাইরে শাস্ত্রীয় চীনা কবিতায় গবেষণা, শিক্ষাদান এবং প্রচারের জন্য সাত দশক ধরে কাজ করেছে। পাশাপাশি তিনি অনেক বিখ্যাত চীনা সাহিত্যিকদেরও শিক্ষক ছিলেন।

১৯২৪ সালে বেইজিংয়ে একটি সাহিত্যিক পরিবারে জন্মগ্রহণ করেন ইয়ে। ১৯৪৮সালে তার স্বামীর সাথে চীনের তাইওয়ানে চলে আসেন এবং কয়েক দশক চীনের মূল ভূখণ্ডে তার নিজ শহর থেকে দূরে ছিলেন।

১৯৬০ এর দশকে, ইয়ে আমেরিকান এবং কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৭৯ সালে চীনের স্কুলে শিক্ষকের সংকট সম্পর্কে জানার পর চীনা সাহিত্য ও কবিতার উপর বক্তৃতা দিতে প্রতি বছর চীনা মূল ভূখণ্ডে ফিরে আসতেন। তিনি তার জীবনের শেষ বছরগুলো নানখাই বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছেন।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিজিটিএন