নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক : চীনের হ্যনান প্রদেশে চলছে চীন-সিঙ্গাপুরের যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া। ‘চীন-সিঙ্গাপুর এক্সারসাইজ কো-অপারেশন-২০২৪’ নামে এই মহড়া শুরু হয় গত শুক্রবার।
মহড়ার লক্ষ্য অংশগ্রহণকারী সেনাদের অস্ত্র পরিচালনা এবং কৌশলগত সমন্বয়ের প্রশিক্ষণ দেওয়া।
শনিবার যৌথ প্রশিক্ষণে উভয় পক্ষ একটি মিশ্র-দল পদ্ধতিতে একাধিক স্কোয়াড গঠন করে। এর মধ্যে ছিল গোয়েন্দা ও তথ্য সংগ্রহ, আক্রমণ এবং আকাশ স্কোয়াড।
প্রশিক্ষণে সদস্যরা ড্রোন ও রাডারের মতো সরঞ্জাম ব্যবহার করে একটি গোয়েন্দা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে শত্রুপক্ষের সংখ্যা, অবস্থান এবং চলাফেরার সঠিকভাবে ট্র্যাকিং করা সম্ভব হয়েছে।
দুই দেশের সেনাসদস্যরা শত্রুদের পরাস্ত করা, তল্লাশি, বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয়করণ এবং আহতদের চিকিৎসা ও উদ্ধারের মতো কাজের ওপরও প্রশিক্ষণ নিয়েছেন।
এটি চীন ও সিঙ্গাপুরের মধ্যে সামরিক যৌথ মহড়ার ষষ্ঠ আসর।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি