নভেম্বর ২৪: কায়রো অপেরা হাউসে গত শুক্রবার রাতে, ৪৫তম মিসর কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের, সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। উত্সবে চীনা চলচ্চিত্র ‘একটি পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস’ বিশেষ পুরস্কার লাভ করে।
‘একটি পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস’-এর চিত্রনাট্যকার ও পরিচালক লিন চিয়েনচিয়ে বলেন, ছবিতে আন্তর্জাতিক মানের অডিও-ভিজ্যুয়াল ভাষা ব্যবহার করে, একটি চীনা পরিবারের মর্মস্পর্শী গল্প বলা হয়েছে।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে চীনের ফিল্ম পুরস্কার জিতেছে, যা চীন-আরব সাংস্কৃতিক যোগাযোগের জন্য এটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ ঘটনা।
চলচ্চিত্র উত্সবের জুরি ও মিসরের চলচ্চিত্র পরিচালক খালেদ এল-হাগার বলেন, চীনের চলচ্চিত্রশিল্প অনেক উন্নত হয়েছে। মিসরের দর্শকশ্রোতাদের জন্য, চীনসহ অন্যান্য এশীয় দেশের চলচ্চিত্রের মাধ্যমে সেসব দেশের সংস্কৃতি শেখা গুরুত্বপূর্ণ। (অনুপমা/আলিম/ছাই)