চীনের বিচার মন্ত্রণালয়ের বিশেষ সভা আয়োজিত
2024-11-24 17:24:57

নভেম্বর ২৪: সম্প্রতি চীনের বিচার মন্ত্রণালয়ের একটি বিশেষ সভা রাজধানী বেইজিংয়ে আয়োজিত হয়। সভায় বিভিন্ন দ্বন্দ্ব ও বিরোধ মিটিয়ে, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আজ (রোববার) চীনের বিচার মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সভায় বলা হয়, বিভিন্ন কারাগারের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে; সার্বিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা সংস্কারের গুণগত মান ও দক্ষতা উন্নত করতে হবে; বড় দুর্ঘটনার ঝুঁকির তদন্ত ও সংশোধনের কাজ জোরদার করতে হবে; এবং সংশ্লিষ্ট নিরাপদ উত্পাদন নিশ্চিত করতে হবে। কারাগার ও মাদক পুনর্বাসন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রণালয় জানায়, দেশের বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগগুলোর উচিত সুষ্ঠুভাবে সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের গুরুত্ব উপলব্ধি করা এবং সংশ্লিষ্ট সবার মাঝে ঝুঁকি-সচেতনতা সৃষ্টি করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)