নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক : ফ্যাশন অঙ্গনে অভিনব অভিজ্ঞতা দিতে উহান ফ্যাশন সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে। শুক্রবার মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে শুরু হয় এই ইভেন্ট।
এই বছরের ফ্যাশন সপ্তাহটি প্রদর্শনী এবং ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমের মাধ্যমে ভোক্তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে, সামাজিক মিডিয়ায় মানুষকে এই ইভেন্টে ‘চেক-ইন’ করতেও উৎসাহ দিচ্ছে।
এবারের আয়োজনে একটি নতুন ভোক্তা মনস্তত্ত্ব তৈরির চেষ্টা চলছে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে। স্থানীয় শপিংমলগুলোতে ক্যাটওয়াক থেকে শুরু করে সংস্কৃতি-অনুপ্রাণিত পোশাকের অসামান্য শো পর্যন্ত এবারের ফ্যাশন শো তে রাখা হয়েছে।
আয়োজকরা জানান, ২০২৪ সালের উহান ফ্যাশন উইকে ডিজাইনার ব্র্যান্ডের রূপান্তরের হার আগের বছরের তুলনায় ৩০ শতাংশের বেশি বেড়েছে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি : সিসিটিভি