সিনচিয়াংয়ে প্রবল তুষারপাত
2024-11-24 16:43:46

 

নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর ও পশ্চিম অংশে এখন বেশ ভারী তুষারপাত হচ্ছে। গেল দুদিন ধরে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে ভারী তুষারপাতে দৈনন্দিন জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

 

শনিবার সিনচিয়াংয়ের কিছু অংশে নতুন দফায় ভারী তুষারপাতের ফলে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের বেশ খানিকটা নিচে নেমে যায়।

 

শনিবার দুপুর পর্যন্ত উরুমছি শহরে তুষারপাতের ফলে যান চলাচলে বিঘ্ন হয়। পিচ্ছিল ও বরফযুক্ত রাস্তায় যান চলাচল পরিচালনার জন্য ট্রাফিক পুলিশ অফিসারদের মোতায়েন করা হয়েছে। তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার আশংকা রয়েছে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

 

রাস্তাঘাট থেকে জমা হওয়া তুষার সরানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তুষারে আটকে পড়া যানবাহনকে সহায়তা করার জন্য ট্রাফিক পুলিশ বিশেষ ডিউটি পালন করছে।

এখন পর্যন্ত ৩ লাখেরও বেশি গবাদি পশুর মধ্যে ৯০ শতাংশেরও বেশি শরৎকালীন মাঠ থেকে শীতকালীন মাঠে স্থানান্তর করা হয়েছে।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি