ক্ষুদ্র ব্যবসায়ীদের রেকর্ড পরিমাণ কর ছাড় দিল চীন সরকার
2024-11-24 14:44:21

নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসাগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে চলতি বছরের প্রথম ৯ মাসে ১৩১ দশমিক ৪ বিলিয়ন ডলার কর ছাড় দিয়েছে চীন সরকার। এই ছাড় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি।

শুক্রবার প্রকাশিত সরকারি এক তথ্যে এমনটা জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় কর প্রশাসন বলছে, গত পাঁচ বছরে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায় মোট কর ছাড়ের পরিমাণ ৫ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এই ধরনের ব্যবসা কর্মসংস্থান বৃদ্ধি, বাজারকে শক্তিশালী এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমন উদ্যোগের ফলে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসাগুলো আরও বড় হবে এবং অর্থনীতিও বৃদ্ধি পাবে।

ব্যবসায়ীদের বিড়ম্বনা কমাতে চীন সরকার ট্যাক্স কমানোর পাশাপাশি এবং ট্যাক্স দেওয়ার পদ্ধতিও সহজ করে দিচ্ছে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি