বেইজিং আন্তর্জাতিক আইনের পক্ষে: আইসিসি’র গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে চীনা মুখপাত্র
2024-11-23 16:23:53

নভেম্বর ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, তার দেশ সর্বদা ন্যায্যতা ও ন্যায়বিচার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে ছিল ও আছে। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-র গ্রেফতারি পরোয়ানা জারি করা প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

মুখপাত্র আরও বলেন, বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর সবধরনের হামলার নিন্দা জানায় চীন। পাশাপাশি, ফিলিস্তিন সমস্যায় চীন ন্যায্যতা ও ন্যায়বিচারের পক্ষে থাকবে এবং আন্তর্জাতিক আইনের কর্তৃত্ব রক্ষার যে-কোনো প্রচেষ্টাকে  সমর্থন করে যাবে।

উল্লেখ্য, আইসিসি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী  ইওভ গ্যালান্টের বিরুদ্ধেও একইসঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে গাজায় ‘মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ’-এর অভিযোগ আনা হয়েছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)