বেইজিংয়ে গ্লোবাল ইনোভেশন হাবস ইনডেক্স-২০২৪ প্রকাশ
2024-11-23 17:53:01

নভেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৪ সালের চোংকুয়ানছুন ফোরামের অংশ হিসেবে গ্লোবাল ইনোভেশন হাবস অ্যান্ড সায়েন্স সিটিস ফোরামে বৃহস্পতিবার গ্লোবাল ইনোভেশন হাবস ইনডেক্স-২০২৪ প্রকাশ করা হয়েছে।

এই সূচকে সান ফ্রান্সিসকো-সান জোসে পরপর পাঁচ বছর প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউইয়র্ক এবং তৃতীয় স্থানে রয়েছে বেইজিং।

চীনের কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া আছে ষষ্ঠ স্থানে এবং শাংহাই রয়েছে সপ্তম স্থানে।

গ্লোবাল ইনোভেশন হাবস ইনডেক্স যৌথভাবে তৈরি করেছে সিংহুয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল গভর্নেন্স এবং ন্যাচার রিসার্চ ইন্টেলিজেন্স।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি