আরও কয়েকটি দেশকে ভিসামুক্ত সুবিধা দেবে চীন
2024-11-23 16:26:33

নভেম্বর ২৩: আরও কয়েকটি দেশকে ভিসামুক্ত সুবিধা দেবে চীন।  ৩০ নভেম্বর থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত, বুলগেরিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, মন্টেনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, মাল্টা, এস্তোনিয়া, লাটভিয়া, ও জাপানের সাধারণ পাসপোর্টধারীরা চীনের ভিসামুক্ত নীতির আওতায় আসবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, কাজ বা ভ্রমণের জন্য এসব দেশের নাগরিকরা উক্ত সময়কালে বিনা ভিসায় চীনে ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। বর্তমানে এ সুবিধাপ্রাপ্ত দেশের নাগরিকরা বিনা ভিসায় ১৫ দিন পর্যন্ত চীনে থাকতে পারেন।

তিনি আরও জানান, আগামী ৩০ নভেম্বর থেকে মোট ৩৮টি দেশের সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, ভ্রমণ, ও আত্মীয়দের সাথে দেখা-সাক্ষাতের মতো প্রয়োজনে ভিসা ছাড়া সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত চীনে অবস্থান করতে পারবেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)