যুক্তরাষ্ট্রের উচিত হংকং ইস্যুতে হস্তক্ষেপ না-করা: চীনা মুখপাত্র
2024-11-23 17:15:26

নভেম্বর ২৩: যুক্তরাষ্ট্রের উচিত কোনো অজুহাতে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের সার্বভৌমত্ব এবং হংকংয়ে আইনের শাসনকে সম্মান করা; আন্তর্জাতিক আইনের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম অনুসরণ করা। যুক্তরাষ্ট্র যদি হংকংয়ের সরকারি কর্মকর্তাদের ওপর একতরফা ভিসা বিধিনিষেধ আরোপ করে, তবে চীন দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

লিন চিয়েন আরও বলেন, চীনের কেন্দ্রীয় সরকার হংকংয়ে নিরাপত্তা বজায় রাখা ও জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর অপতত্পরতাকে আইন অনুযায়ী দমন করার জন্য কাজ করে যাবে। যুক্তরাষ্ট্রের উচিত নয় চীনের অভ্যন্তরীণ  বিষয়ে হস্তক্ষেপ করা এবং হংকংয়ে আইনের শাসনের বিরোধিতা করা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনৈক মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে জানান, হংকংয়ে জাতীয় নিরাপত্তা রক্ষা আইন প্রয়োগকারী সরকারি কর্মকর্তাদের ওপর নতুন ভিসা বিধিনিষেধ আরোপ করা হবে। (অনুপমা/আলিম/ছাই)