নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: ইন্টারনেটের দ্রুতগতির অবকাঠামো নির্মাণের ফলে চীন এখন বিশ্বের বৃহত্তম ৫-জি নেটওয়ার্কের দেশ। বৃহস্পতিবার চাইনিজ একাডেমি অফ সাইবারস্পেস স্টাডিজের চায়না ইন্টারনেট ডেভেলপমেন্ট রিপোর্টে জানা গেল এ খবর।
পূর্ব চীনের চ্যচিয়াং প্রদেশের উচেনে বুধবার শুরু হওয়া ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে (ডব্লিউআইসি) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, জুনের শেষ নাগাদ চীনে ৩৮ লাখ ৫-জি বেস স্টেশন তৈরি হয়েছে এবং এ প্রযুক্তি এখন চীনের ৭৪টি শিল্পে প্রয়োগ করা হয়েছে। উৎপাদন, খনি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার মতো মূল শিল্পখাতে গত এক বছরে দ্রুত ৫জি’র উন্নয়ন হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, ৫-জির পাশাপাশি, চীন গিগাবিট ইন্টারনেট অবকাঠামো নির্মাণেও নেতৃত্ব দিচ্ছে।
প্রতি বছর ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলের সরকারি বিভাগ, আন্তর্জাতিক সংস্থা এবং নেতৃস্থানীয় ইন্টারনেট কোম্পানির প্রতিনিধিরা ইন্টারনেটের উন্নয়ন ও ভবিষ্যত নিয়ে আলোচনা করতে উচেনে সমবেত হন।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিসিটিভি