‘দ্য বিউটি অফ গ্লেজ’
2024-11-22 19:27:49

‘দ্য বিউটি অফ গ্লেজ’ হল চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক একটি ধারাবাহিক ছোট নাটক। চায়না মিডিয়া গ্রুপের এশিয়া-আফ্রিকা কেন্দ্রে চায়না গ্লোবাল রেডিও অ্যান্ড টেলিভিশন কোম্পানি লিমিটেড এবং হুয়াইউ ইন্টারন্যাশনাল কালচার কমিউনিকেশন কোম্পানি নাটকটি নির্মাণ করেছে। নাটকে চীনা সভ্যতা এবং প্রাচীন পারস্য সভ্যতার বিনিময়ের ইতিহাসের উপর ভিত্তি করে, এক চীনা যুবক ও এক ইরানি মেয়ের বিস্ময়কর ঘটনার বর্ণনা করা হয়েছে। তারা টাইম-ট্রাভেল বা সময় ভ্রমণের মাধ্যমে মিং রাজবংশের ইয়োংল্য যুগে প্রবেশ করে এক নীল রঙের চীনামাটির প্লেটকে কেন্দ্র করে গল্পটি শুরু হয়। গল্পের মাধ্যমে চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশ এবং বিশ্ব সভ্যতার বিনিময়ের সমৃদ্ধি ও রঙিন ইতিহাস জানা যায়।