নভেম্বর ২২: চীন আরও বেশি দেশের নাগরিকদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ সৃষ্টি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ শুক্রবার জানিয়েছেন, ২০২৪ সালের ৩০ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বুলগেরিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, মাল্টা, এস্তোনিয়া, লাটভিয়া এবং জাপানের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন
এ ছাড়া, চীন ভিসা-মুক্ত নীতিকে আরও পরিমার্জন করেছে। এবার থেকে ভিসা ছাড়াই চীনে আসা ব্যক্তিরা দেশটিতে বিনিময় ভিজিট করতে পারবেন এবং তাদের ভ্রমণের সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।
(জিনিয়া/তৌহিদ/ফেই)