চীন-আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের ১৪তম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত
2024-11-22 10:51:26

নভেম্বর ২২: চীন-আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের ১৪তম অনানুষ্ঠানিক বৈঠক গতকাল (বৃহস্পতিবার) বিকেলে লাওসের ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত হয়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রী তোং চুন এবং আসিয়ানের পালাক্রমিক দেশ লাওসের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী চান্সমোনে চন্যালথ যৌথভাবে বৈঠক সভাপতিত্ব করেন।

তোং চুন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু’পক্ষের নেতাদের নেতৃত্বে চীন—আসিয়ান নিরাপত্তা সহযোগিতা একে অপরের জন্য কল্যাণ সৃষ্টি করার পাশাপাশি এ অঞ্চল ও বিশ্বের জন্য কল্যাণ বয়ে এনেছে। আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হোক না কেন, চীন দৃঢ়তার সাথে আসিয়ানের সঙ্গে ঐক্য ও পারস্পরিক আস্থা বাড়িয়ে, বাস্তব সহযোগিতা গভীরতর করতে, যথাসাধ্য মতভেদ প্রশমন ও নিয়ন্ত্রণ করতে থাকবে। সামুদ্রিক বিষয় বিভিন্ন পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত। দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টি স্থাপন করে, স্থিতিশীলভাবে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বেগবান করে, দ্বন্দ্ব ও সমস্যাকে সহযোগিতার সুযোগে পরিবর্তন করার চেষ্টা চালানো উচিত। (প্রেমা/হাশিম/স্বর্ণা)