নভেম্বর ২২: গতকাল (শুক্রবার) রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিল সফর শেষ করে দেশে ফিরে আসার পথে মরক্কোয় ট্রানজিট করেন। সে সময় তিনি মরক্কোর যুবরাজ মৌলে হাসানের সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, চীন-মরক্কো সম্পর্কের উন্নয়ন অনেক সুষ্ঠু, দু’দেশের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো প্রাণবন্ত হচ্ছে। নিজ দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় মরক্কোর চেষ্টায় সমর্থন করে চীন। চীন মরক্কোর সঙ্গে পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পরস্পরকে সমর্থন দিতে ইচ্ছুক। দু’দেশের উচিত মানব ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করা এবং দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কের আরো বড় উন্নয়ন জোরদার করা।
জবাবে হাসান বলেন, মরক্কোর রাজপরিবার এবং সরকার দৃঢ়ভাবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে, উচ্চ পর্যায়ের বিনিময় বজায় রাখতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেগবান করতে ইচ্ছুক। অনেক বিষয়ে মরক্কো ও চীনের অবস্থান অভিন্ন, তাঁর দেশ চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সমর্থন করে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)