আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নেস গতকাল বৃহস্পতিবার ইরানের পারমাণবিক সমস্যা পর্যালোচনা করেছে। এই বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লি সং উপস্থিত ছিলেন।
জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর চাপ সৃষ্টি করে একটি নতুন প্রস্তাব পাস করার জন্য জোর দিয়েছে। কিন্তু কাউন্সিলের ৩৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে চীন, রাশিয়া এবং বুরকিনা ফাসো বিপক্ষে ভোট দিয়েছে। দক্ষিণ আফ্রিকা, ভারত এবং মিশর সহ ১২টি উন্নয়নশীল দেশ ভোটদানে বিরত থেকেছে।
রাষ্ট্রদূত লি সং বলেন, ‘শক্তি প্রদর্শনের মাধ্যমে চাপ প্রয়োগ করা কোনো কূটনৈতিক পদ্ধতি নয় এবং সংঘর্ষের মাধ্যমে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা প্রাসঙ্গিক সব পক্ষকে ইরানের পরমাণু ইস্যুতে শান্ত এবং দায়িত্বশীল মনোভাবের সাথে আচরণ করার, রাজনৈতিক সমাধানের পথে কাজ করার এবং সত্যিকারের কূটনীতির জন্য আরও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।’
(জিনিয়া/তৌহিদ/ফেই)