নভেম্বর ২২, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হ্যছি কাউন্টিতে সম্প্রতি মুলাম জাতির মানুষদের এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লুয়োছ্যং মুলাম স্বায়ত্তশাসিত কাউন্টি প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লুয়োছ্যং স্বায়ত্তশাসিত কাউন্টিতে মুলাম জাতিগোষ্ঠীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাস করেন। বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মুলাম জাতির সংস্কৃতি তুলে ধরা হয়।
মুলাম জাতির পোশাক, অলংকার, রীতি রেওয়াজ, নাচ-গান, খাদ্য ইত্যাদিতে রয়েছে নিজস্ব ঐতিহ্য।
শান্তা/ফয়সল