চীনের জলজ খাদ্য উৎপাদন ৩৫ বছর ধরে বিশ্বে শীর্ষে
2024-11-21 17:09:15

নভেম্বর ২১: গতকাল (বুধবার) চীনের কৃষি ও গ্রামীণ-বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনের মৎস্য শিল্পের আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। চীন জলজ খাদ্য উৎপাদনে টানা ৩৫ বছর ধরে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চীনের জলজ খাদ্য উৎপাদন ৭ কোটি ১১ লাখ ৬০ হাজার টন ছিল, যা বিশ্বে সর্বোচ্চ।

কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ইয়ান সিও ছু জানান, মন্ত্রণালয় মৎস্য শিল্পের সবুজ ও বৃত্তাকার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে এবং সামগ্রিকভাবে মৎস্য শিল্পের আধুনিকায়নকে আরও এগিয়ে যাবে।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)