নভেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব চীনের উহু শহরে সোমবার শুরু হয়েছে ২০২৪ সালের জাতীয় শিল্প বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতা এবং চতুর্থ ন্যাশনাল নিউ এনার্জি ভেহিকল (এনইভি) মূল প্রযুক্তি ও দক্ষতা প্রতিযোগিতা।
প্রতিযোগিতাগুলো আয়োজন করে চায়না মেশিনারি ইন্ডাস্ট্রি ফেডারেশন( সিএমআইএফ), চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়, এবং অল-চায়না ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন। সহসংগঠক ছিল চীনা গাড়ি নির্মাতা চেরি অটোমোবাইল ।
সারাদেশ থেকে একহাজারের বেশি অটোমোটিভ প্রযুক্তিবিদ ডায়াগনস্টিকস, মেরামত এবং রক্ষণাবেক্ষণকর্মীরা প্রতিযোগিতা করেন।
চেরি অটোমোবাইল, প্রতিযোগিতার সহ-সংগঠক হিসাবে, এনইভি-এর মূল প্রযুক্তির ক্ষেত্রে প্রশিক্ষণ এবং উচ্চ-মানের প্রতিভা নির্বাচনকে ত্বরান্বিত করতে এবং প্রযুক্তিগুলোর জন্য একটি বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করার প্রচেষ্টা চালিয়েছে।
চেরি গ্রুপ থেকে মোট ছয়জন প্রতিযোগী ফাইনালে প্রবেশ করে।
শান্তা/মিম