হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যক্রম চীনের কেন্দ্রীয় সরকার দৃঢ়ভাবে সমর্থন করে: মুখপাত্র
2024-11-20 20:30:01

নভেম্বর ২০: গতকাল (মঙ্গলবার) কানাডায় নিযুক্ত চীনের দূতাবাসের মুখপাত্র জানান, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের জাতীয় নিরাপত্তা রক্ষার কার্যক্রম চীনের কেন্দ্রীয় সরকার দৃঢ়ভাবে সমর্থন করে। যে কোনো বাইরের শক্তির হংকংয়ের বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং হংকংয়ের আইনের শাসনের মূলনীতি অবমাননা বা নষ্ট করার ষড়যন্ত্র অবশ্যই ব্যর্থ হবে।

তিনি জানান, বাস্তবতাকে উপেক্ষা করে, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আদালতের সংশ্লিষ্ট রায়কে ভিত্তিহীনভাবে অভিযোগ করেছে কানাডা। তা আইনের শাসনের মূলনীতির গুরুতর লঙ্ঘন করেছে। এর দৃঢ় বিরোধিতা প্রকাশ করেছে চীন।


জনাব মুখপাত্র আরও জানান, হংকং হচ্ছে আইনের শাসনের সমাজ। আইন মেনে চলা এবং আইন লঙ্ঘনের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মৌলিক নীতি। ‘গণতন্ত্রের’ অজুহাতে, কোনো মানুষ আইন লঙ্ঘন করতে পারবে না এবং আইনগত শান্তি থেকে মুক্তি পাবে না। আইন অনুসারে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আদালত রায় দিয়েছে। তাতে কোনো সমস্যা নেই। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)