বলিভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
2024-11-20 15:05:04

নভেম্বর ২০: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং গতকাল (মঙ্গলবার) সকালে রিওডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আলবার্তো আর্সে কাতাকোরার সাথে এক বৈঠকে মিলিত হন।

সি চিনপিং বলেন, চীন ও বলিভিয়া ভালো বন্ধু ও ভালো ভাই। চীন দেশটির স্বাধীনভাবে নিজের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ উন্নয়ন পথ অন্বেষণ করতে সমর্থন দেয়।

তিনি জোর দিয়ে বলেন, দু’পক্ষকে সরকার, আইন প্রণয়ন সংস্থা, রাজনৈতিক দল ও স্থানীয় যোগাযোগ জোরদার করে, গভীরভাবে দেশ প্রশাসনে রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় করতে, অবকাঠামো নির্মাণ, পার্বত্য কৃষি, সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে, জাতিসংঘ ও ব্রিকসের মতো বহুপাক্ষিক ব্যবস্থায় সমন্বয় গভীরতর করতে, গ্লোবাল সাউথের ঐক্য ও অভিন্ন উন্নয়ন বেগবান করতে হবে।

আর্সে বলেন, প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নে বিরাট সাফল্য অর্জিত হয়েছে এবং বলিভিয়ার মতো দেশগুলোর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও নির্দেশনা দেয়। দেশটি চীনের সঙ্গে অধিকতরভাবে কৌশলগত অংশীদার সম্পর্ক গভীরতর করতে, অবকাঠামোর আন্তঃযোগাযোগ জোরদার করে, বলিভিয়ার উন্নয়নে সহায়তা দিতে এবং জনগণের কল্যাণ বাড়াতে ইচ্ছুক। (প্রেমা/হাশিম/ইয়াং)