নিকারাগুয়ায় ১৭তম চীন-লাতিন আমেরিকা উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
2024-11-20 15:26:54

নভেম্বর ২০: নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় স্থানীয় সময় ১৮ ও ১৯ নভেম্বর, ১৭তম চীন-লাতিন আমেরিকা উদ্যোক্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চীন এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান ২০টি দেশের ৫০০ জনেরও বেশি প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

এই সম্মেলনের থিম ‘একতা ও সহযোগিতার জন্য নতুন সুযোগ, চীন-লাতিন আমেরিকা সহযোগিতার জন্য নতুন দৃষ্টিভঙ্গি।’ উদ্বোধনী অনুষ্ঠানে, চীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান রেন হোং বিন চীনা এবং ল্যাটিন আমেরিকান ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষে ‘চীন-ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান ব্যবসায়িক সম্প্রদায় সহযোগিতা মানাগুয়া উদ্যোগ’ প্রকাশ করেন। এই উদ্যোগটি শিল্প ও সরবরাহ শৃঙ্খল, ‘বেল্ট অ্যান্ড রোডের যৌথ নির্মাণ’, বাণিজ্যিক আইন, বাণিজ্য ও বিনিয়োগ প্রচার সংস্থা এবং ব্যবসায়িক সমিতিগুলোর ক্ষেত্রে সহযোগিতা গভীর করার জন্য চীনা এবং ল্যাটিন আমেরিকান ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একটি পাঁচ-দফা উদ্যোগের প্রস্তাব করে। ভেনিজুয়েলার বাণিজ্যমন্ত্রী লুইস ভেল্লিগাস রামিরেজ এবং নিকারাগুয়ায় চীনা রাষ্ট্রদূত চেন সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

রেন হোং বিন ভাষণে বলেন, চীন-লাতিন আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা উভয়পক্ষের যৌথ প্রচেষ্টায় নতুন অগ্রগতি অব্যাহত রেখেছে। চীন আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন কাউন্সিল সরকার ও প্রতিষ্ঠানকে সংযুক্ত করা, দেশ ও বিদেশ একীভূত করা এবং সরবরাহ ও চাহিদাকে সুষ্ঠু করার বিষয়ে পূর্ণ ভূমিকা রাখবে।

 

(রুবি/হাশিম/সুবর্ণা)