নভেম্বর ২০: ব্রাজিলের রিও ডি জেনিরোর মেয়র পায়েস মিউনিসিপ্যাল হলে সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র পরিচালক শেন হাই সিয়োং-এর সঙ্গে দেখা করেছেন। চীন ও ব্রাজিলের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতা আরও গভীর করা এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ গভীরভাবে মতবিনিময় করেছে।
শেন হাই সিয়োং বলেছেন, বর্তমানে বিশ্বের বৃহত্তম পরিধি, সর্বাধিক ব্যবসায়িক ফর্ম এবং বিস্তৃত কভারেজ-সহ একটি সার্বিক আন্তর্জাতিক মিডিয়া হিসাবে, সিএমজি সাম্প্রতিক বছরগুলিতে ব্রাজিলের মূলধারার মিডিয়া এবং ফিল্ম ও টেলিভিশন প্রতিষ্ঠানগুলির সাথে সংবাদ প্রতিবেদন, চলচ্চিত্র ও টেলিভিশন উত্পাদন এবং নতুন প্রযুক্তি অ্যাপ্লিকেশনসহ নানা ক্ষেত্রে ফলপ্রসূ সাফল্য অর্জন করেছে। সিএমজি প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট লুলার চীন-ব্রাজিল সম্পর্কের কৌশলগত অবস্থানের আলোকে পরিচালিত হবে এবং ১৯তম জি-২০ শীর্ষসম্মেলন এবং চীন ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা গভীর করবে এবং চীন-ব্রাজিল বন্ধুত্বের ক্রমাগত উন্নতি এগিয়ে নেবে।
পায়েস সিএমজি’র প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করের। তিনি বলেন, অনেক বছর ধরে ব্রাজিল-চীন বন্ধুত্ব প্রচারে সিএমজি’র অবদান রাখছে। তিনি বলেন, রিও ডি জেনিরো শহর চীনের অনেক প্রদেশ ও শহরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে। রিও ডি জেনিরো সাংস্কৃতিক সম্পদ, যেমন- শিল্প, চলচ্চিত্র, সঙ্গীত ও প্রদর্শনীতে সমৃদ্ধ। রিও সরকার সিএমজি’র সঙ্গে চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণ, সাংস্কৃতিক বিনিময় এবং অন্যান্য খাতে গভীর সহযোগিতা করতে ইচ্ছুক।
বৈঠক চলাকালীন, পায়েস শেন হাই সিয়োংকে ‘শহরের চাবি’ তুলে দেন এবং রিও সরকার ও নাগরিকরা চায়না মিডিয়া গ্রুপ এবং তার পরিচালকের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেন।
(জিনিয়া/তৌহিদ/ফেই)