‘চীন ও থাইল্যান্ড এক পরিবার’ যা চিরস্থায়ী হবে: চীন
2024-11-20 17:23:12

নভেম্বর ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, প্রায় অর্ধশতাব্দী আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে চীন ও থাইল্যান্ড ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হয়ে রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন হলেও দুই দেশ সবসময় একে অপরের কাছাকাছি থেকেছে, একে অপরকে সাহায্য করছে এবং একসাথে উন্নয়ন করেছে। ‘চীন ও থাইল্যান্ড এক পরিবার’, তা চিরস্থায়ী হবে এবং বিভিন্ন দেশের মধ্যে উন্নয়নের মডেল হয়ে উঠেছে। দুই দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনার আলোকে চীন ও থাইল্যান্ডের অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নতুন অগ্রগতি অব্যাহত রয়েছে। 

মুখপাত্র বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকীর সুযোগে, ধারাবাহিক উদযাপনী অনুষ্ঠান ভালোভাবে আয়োজন করা হবে এবং চীন ও থাইল্যান্ডের বাণিজ্যিক বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন, সংস্কৃতি ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা গভীর করতে চায় চীন। দু’দেশের সহযোগিতা আগামী ৫০ বছরে আরও সমৃদ্ধ হবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)