হংকং ইস্যুতে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন
2024-11-20 18:22:24

নভেম্বর ২০: কিছু দেশ জিমি লাই-এর সংশ্লিষ্ট মামলা নিয়ে মন্তব্য করায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন।

আজ (বুধবার) তিনি বলেন, হংকং একটি আইনানুগ প্রশাসনের সমাজ। কোনো ব্যক্তির যে কোনো অজুহাতে অবৈধ কাজ করা এবং আইনের শাস্তি থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নাই। জিমি লাই হলো, চীনের বিরোধিতা করা এবং হংকংয়ে হাঙ্গামার প্রধান পরিকল্পনাকারী ও অংশগ্রহণকারী। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার হংকংয়ের মৌলিক আইন এবং হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন অনুসারে দেশের নিরাপত্তা রক্ষা করে, তাতে কোনো সমস্যা নেই।

মুখপাত্র বলেন, চীন দৃঢ়ভাবে কিছু দেশের চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা এবং হংকংয়ের আইনি ব্যবস্থা ধ্বংস করার বিরোধিতা করে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)